টাঙ্গাইলের দেলদুয়ারে ১০ম শেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্নী গ্রামে ঘটেছে ঘটনাটি। ওই গ্রামের খন্দকার বিল্টুর ছেলে খন্দকার রিফাত বর্নী সুফিয়া ওমর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর বাবা আব্দুর রহমান দেওয়ান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বর্নী গ্রামের আব্দুর রহমান দেওয়ানের সঙ্গে প্রতিবেশী খন্দকার বিল্টুর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বিভিন্ন সময় বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিল্টুর ছেলে রিফাত আব্দুর রহমানের মেয়েকে উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করে। মেয়েটি তার অশোভন প্রস্তাবে রাজি না হলে বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে সিএনজি যোগে রিফাত তাকে অপহরণ করে অজানা উদ্দেশে নিয়ে যায়।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাছির উদ্দিন মৃধা জানান, অভিযোগ পত্র এখনো হাতে পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/ এনবি