লালমনিরহাটের খরিপ-১মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ২ হাজার ৪ শত জন কৃষকদের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার পরিষদ হলরুমে উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফুর রহমান,চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, মনোয়ার হোসেন দুলু ও সেলিম হোসেন প্রমুখ।
বাবু/ এনবি