সংবাদ প্রকাশের রেশটেনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ‘রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক নাশির উদ্দিন নেছার চায়ের দোকানে বসে এক প্রতিবেদককে মারধরের পরিকল্পনা করেছেন।
গতকাল রাত ৮ টায় উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজারে সাইদুল ইসলামের চায়ের দোকানে বসে একই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ পরিকল্পনা করেন। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। ওই প্রতিবেদকের নাম মাহমুদ হাসান। তিনি বাংলাদেশ বুলেটিন-এর রাঙ্গাবালী প্রতিনিধি হিসেবে কর্মরত। এর আগে প্রধান শিক্ষক তার সহকারী শিক্ষক বেল্লাল হোসাইন ও অহিদুল ইসলামকে নিয়ে ওই প্রতিবেদকের বিরুদ্ধে হামলা-মামলা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করাবেন বলেও প্রকাশ্যে হুমকি দেন।
সংরক্ষিত অডিও ক্লিপে উল্লেখিত প্রধান শিক্ষক নাশির উদ্দিন তার সহকারী শিক্ষকদের নিয়ে যে পরিকল্পনা করছেন- ‘আর একবার আইলে ধাওয়া দিতে হবে। পোলাপানে পিডাইবে। লরাইতে থাকবে। আমরা ভিডিও করবো। মাইর দিতে হবে, খাইতে হবে। ওরা জানে না; যে রাঙ্গাবালীতে ওদের বিপক্ষে কোন একটা চ্যানেল থাকতে পারে এবং হেরা সাংবাদিক। ওরা এইডা ভুইলা যায়।’
বাংলাদেশ বুলেটিন-এর প্রতিবেদক মাহমুদ হাসান বলেন, সুস্পষ্ট কারণ ছাড়া যথা সময়ের আগে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঠিক কী কারণে স্কুল ছুটি দেয়া হয়েছে সে ব্যাপারে কিছুই জানতেন না বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিনেই বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের কর্মী সভা ছিল। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক বিশেষ তদবিরের সম্মান রক্ষার্থে বিদ্যালয়ের তিনজন ছাত্রীকে এক পদ-প্রত্যাশী নেতার মিছিলে ব্যানার ধরার জন্য পাঠিয়েছেন। আর এ অভিযোগ পর্যালোচনা করে গত বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ বুলেটিন অনলাইনে ‘ছাত্রলীগের কর্মী সভায় মডেল স্কুল ছুটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরেই প্রতিবেদকের ওপড় চড়াও হোন তারা।
পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. মুজিবুর রহমান বলেন, ‘স্বাধীনতা আছে তারা লিখবে। লেখা অনাবদ্ধ না হলে তার মন্তব্য প্রকাশ করবে। তাই বলে হুমকি-মারধর করবে এটি শিক্ষিত মানুষের কাজ না। বিয়ষটি জেনে রাখলাম। উর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘এটি খুবই অনাকাঙ্খিত। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
বাবু/জেএম