জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষকদেরও স্মার্ট হতে হবে। কৃষকেরা তাদের কর্মদক্ষতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষক আগামী দিনে শেখ হাসিনার পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগীতা করবে। সেই লক্ষ্যে নিয়ে আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন এবং কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি এসব কথা বলেন।
কৃষক সমাবেশ উদ্বোধন করেন গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান এবং সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির হোসেন।

শ্রীপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন রানা এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান। শ্রীপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকু, কৃষক লিটন মিয়া এবং আবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও কৃষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গিত শিল্পী জেমস বাবু, এসডি রুবেল এবং মুনিয়া মেিনর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
-বাবু/এ.এস