বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
ছুরিকাঘাতে এক তরুন খুন, অস্ত্রসহ অভিযুক্ত আটক
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫:৩০ PM

ছুরিকাঘাতে রনি নামের এক তরুণকে হত্যার অভিযোগে রাজু (২২) নামের আরেক তরুণকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। আজ রোববার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রনি ঢালী পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে।

আটক রাজু পৌর এলাকার ভাদুঘরের সাঈদ মিয়ার ছেলে। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেলের পর রনি বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে একটি মসজিদের কোনায় অবস্থান করছিলেন। এরই মাঝে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে রাজু পালিয়ে যায়। ছুরিকাহত রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর মারা যায় রনি।

শুভ হাসপাতালে পুলিশকে জানায়, রনি ফোন দিয়েছিল তাকে। তারপর সে ঘটনাস্থলে গিয়ে দেখে রনি ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে রাজুকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। সে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। রাজুকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে কি কারণে রনিকে সে ছুরিকাঘাত করে হত্যা করেছে।এর পরই মূল রহস্য উদঘাটন হবে।

বাবু/ এনবি




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খুন   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত