সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৪৭তম সভায় যোগদানের উদ্দেশ্যে শনিবার (১৮ মার্চ) রাতে ঢাকা ত্যাগ করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার (১৯ মার্চ) দুপুরে জেনেভা পৌঁছবেন। সভায় তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। রোববার ১৯ মার্চ শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৪৭তম সভা চলবে ২২ মার্চ পর্যন্ত।
আগামী ২৭ মার্চ আইনমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।
বাবু/জেএম