রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ২
বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:১১ PM

পাবনার সাঁথিয়ায় রাষ্ট্রীয় ডাক বিভাগের পিকআপভ্যান ও সবুজ সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন । তাদের প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (২১মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলাধীন পাবনা-বগুড়া মহাসড়কের সমাসনারী নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলাধীন নাগডেমরা ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন ( ৩০ ) ও একই গ্রামের আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২) । তারা দুজনই দিনমুজুর হিসেবে কাজ করতেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নবীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলাদেশ বুলেটিনকে জানান, সকাল সাড়ে ৮ দিকে বেড়া থেকে একটি সবুজ সিএনজি যাত্রী নিয়ে কাশিনাথপুরের দিকে যাচ্ছিলো এবং পাবনা থেকে বাংলাদেশ ডাক বিভাগের একটি পিকআপভ্যান পাবনা-বগুড়া মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। সমাসনারী মাদ্রাসার নামকস্থানে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ সিএনজি দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু”জনের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন ।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংঘর্ষে   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত