সারা দেশের ন্যায় আগামীকাল নীলফামারীর ডোমার উপজেলায় ৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাদের নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর ৪র্থ পর্যায়ে উপহারের পাকা ঘর আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাযালয় সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার ৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল বুঝে দেওয়া হবে। সুবিধা ভোগীদের নতুন বাড়িতে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে।
ইতিপূর্বে উল্লেখিত উপজেলায় ৫০৮টি পাকা ঘর সুবিধা গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার বুধবার গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন।
বাবু/ এনবি