বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
আগামীকাল ডোমারে নতুন ঠিকানায় উঠবে ৯৭টি গৃহহীন পরিবার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৩:৫৯ PM

সারা দেশের ন্যায় আগামীকাল নীলফামারীর ডোমার উপজেলায় ৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাদের নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর ৪র্থ পর্যায়ে উপহারের পাকা ঘর আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাযালয় সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার ৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল বুঝে দেওয়া হবে। সুবিধা ভোগীদের নতুন বাড়িতে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে।

ইতিপূর্বে উল্লেখিত উপজেলায় ৫০৮টি পাকা ঘর সুবিধা গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার বুধবার গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গৃহহীন   পরিবার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত