সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
পাবনার বেড়ায় গৃহহীনরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর
বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৪:১১ PM
পাবনার বেড়ায় চতুর্থ পর্যায়ে আরও ২৭১ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিসহ ঘর। মঙ্গলবার (২১ মার্চ) সকালে বেড়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাঃ সবুর আলী।

তিনি বলেন, মাশুমদিয়া ১৯টি,চাকলা ১১২টি,পুরান ভারেঙ্গা ৮২টি, রুপপুর ৫৫টি, হাটুরিয়া নাকালিয়া ২টি, জাতসাখিনী ২,নতুন ভারেঙ্গা ৮টি, কৈটোলা ১টিসহ মোট ২৭১ ঘড় দেওয়া হবে। বেড়া ইউএনও বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রয়যোগ্য ও হস্তান্তর যোগ্য নয়।

তিনি আরো বলেন, এ উপজেলায় মোট ভূমি ও গৃহহীন পরিবারের সংখ্যা ৮৭৪ জন। ইতিপূবে মুজিববর্ষ উপলক্ষ্যে ৩ ধাপে ২৪২টি ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহপ্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে মোট ৬৩২টি গৃহ বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ১ম ধাপে ২৭১টি গৃহহীন পরিবারকে গৃহপ্রদান করা হবে। উপকারভোগী ইতি মধ্যে বাছাই করা হয়েছে এবং কবুলিয়ত ও নামজারী সম্পন্ন হয়েছে। চতুর্থ পর্যায়ের ৩টি ধাপের অবশিষ্ট ৩৬১টি ভূমি ও গৃহহীন পরিবার পূনর্বাসনের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গৃহহীন   ঘর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত