চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর বাড়ি হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। সোমবার (২০ মার্চ) বিকেলে তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন মুজিব বর্ষে একজন মানুষ গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী ২২ মার্চ সারা বাংলাদেশের মতো আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গোমস্তাপুর উপজেলায় চতুর্থ পর্যায়ে ৭৫ জন ও গৃহহীন মানুষকে বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। এ ৭৫ টি বাড়ি বরাদ্দের পর অত্র উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
বাবু/ এনবি