শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পাবে আরও ৬১ পরিবার
আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:২১ PM

সারা দেশের ন্যায় আগামীকাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাদের নতুন ঠিকানা। "আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। 

মঙ্গলবার (২১ মার্চ) এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার ৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেওয়া হবে। সুবিধা ভোগীদের নতুন বাড়িতে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে। 

ইতিপূর্বে উল্লেখিত উপজেলায় ২২৬টি পাকা ঘর ভূমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আরও ৬৩ টি পরিবারকে ঘর দেয়ার মাধ্যমে এ বছরই ঈশ্বরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা,ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্ম মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাবু/ এনবি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঈশ্বরগঞ্জ   পরিবার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত