সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
গরীবদের জন্য জ্বালানির দাম কমালো পাকিস্তান, বাড়লো ধনীদের জন্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:০৮ PM
গরীবদের ওপর থেকে তেলের উচ্চমূল্যের বোঝা সরাতে অভিনব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। এখন থেকে দেশটির গরীবরা বাজারের দামের থেকে ১০০ রুপি কম দামে জ্বালানি কিনতে পারবেন। আর এই দাম নেয়া হবে দেশটির ধনীদের কাছ থেকে। সোমবার দেশটির জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, আমরা গরীবদের জন্য পেট্রোল সস্তা করবো এবং ধনীদের জন্য এর দাম বাড়িয়ে দেব। যারা দামি গাড়ি চালাতে পারে তাদেরকে অবশ্যই বেশি দাম দিয়ে পেট্রোল কিনতে হবে। তাদের থেকে পাওয়া অর্থ দিয়ে গরীবদের তেলের দাম কমিয়ে আনা হবে। 

গালফ নিউজ জানিয়েছে, ডলার সংকটের কারণে দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনীতি বড় হুমকির মুখে রয়েছে। জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। ফলে দরিদ্র পরিবারগুলোর কোনোমতে টিকে থাকাও কষ্টকর হয়ে গেছে। এমন অবস্থায় দরিদ্রদের কিছুটা নিস্তার দিতে অভিনব এই পদ্ধতি বেছে নিয়েছে পাকিস্তান সরকার।

আগামী ৬ সপ্তাহের মধ্যেই নতুন এই নীতি চালু হতে চলেছে। মালিক বলেন, গ্যাসের ক্ষেত্রেও একই পদ্ধতি চালু করা হবে। গরীবদের জন্য গ্যাস বিল কমিয়ে দিয়ে ধনীদের জন্য বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে ধনী ও গরীবের মধ্যে ব্যবধান কমিয়ে আনা সম্ভব হবে। ২২ কোটি মানুষের দেশটির একটি বড় অংশ দারিদ্র সীমার নিচে বাস করে। দারিদ্র্যতা পাকিস্তানের সবথেকে বড় চ্যালেঞ্জ। চলমান অর্থনৈতিক সংকটে দেশটির দরিদ্রদের পরিস্থিতি করুণ থেকে আরও করুণ হয়ে উঠছে। 

এমন অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি বৈঠকের পর জ্বালানি মন্ত্রণালয়কে এই পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।  তিনি বলেন, মটোরসাইকেল বা ছোট গাড়ি যারা চালান তাদেরকে কম দামে তেল দেয়া হবে। ৮০০ সিসি’র উপরের গাড়ি হলেই তাদেরকে বেশি দামে পেট্রোল কিনতে হবে। নতুন এই পদক্ষেপ এরইমধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যদিও বেশিরভাগই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে আয় বৈষম্য কিছুটা লাঘব করা সম্ভব হবে বলে বিশ্বাস পাকিস্তানের জনগণের। তবে অনেকেই আবার বলছেন, এমন আইন করে ধনীদের ‘শাস্তি দেয়া হচ্ছে’।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   জ্বালানির দাম   পাকিস্তান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত