মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের ব্যাংক ধস
চ্যালেঞ্জের মুখোমুখি ব্যাংক খাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:৩৬ PM আপডেট: ২২.০৩.২০২৩ ৪:৩৯ PM
যুক্তরাষ্ট্রের মতো পরিণত অর্থনীতির দেশের বৃহৎ আর্থিক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংক ধসের ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আমেরিকান সরকার যে পদক্ষেপ নিবে তার কিছু প্রভাব বাইরে চলে আসবে। সাধারণত আমরা দেখি- আমেরিকা কাশি দিলে পুরো পৃথিবীতে জ্বর এসে যায়। এক কথায় নতুন একটি চ্যালেঞ্জ যুক্ত হলো।

বুধবার (২২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রতিমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির চাপ সামাল দেয়াই হবে এবারের বাজেটের মূল লক্ষ্য। উচ্চাকাঙ্ক্ষী বাজেট দেওয়ার কোনো সুযোগ নেই। বাজেট ঘাটতি যেন বেশি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। তবে এসব করতে গিয়ে যেন জিডিপি প্রবৃদ্ধি কমে না যায় তাও সর্তকতার সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে আগামী বাজেটে।

তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা চাপের মুখে থাকলেও রেমিট্যান্স বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্ফীতিশীলতা আছে, এক্সপার্ট বেড়েছে। চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সব খাতে ভালো করছে। প্রবৃদ্ধি কিছুটা কমলেও নেতিবাচক প্রবৃদ্ধি ঘটেনি যেটা বিশ্বের উন্নত দেশে ঘটেছে। খাদ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশের জমি যেন ফাঁকা না থাকে। আমরা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি ট্যাক্স জিডিপি বাড়ানো উচিত। এই খাতে আমরা পিছিয়ে আছি।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল২৪ প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে। প্রাক বাজেট আলোচনায় আরও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নতুন   চ্যালেঞ্জের   মুখোমুখি   বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত