মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রমজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কামরাঙ্গীরচরে সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯:৫১ PM
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং করণীয়’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে কামরাঙ্গীরচর থানার ৫৬ নং ওয়ার্ডের অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন।

সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন লালবাগের উপ-পুলিশ কমিশনার। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) কাজী মাহবুব আলম, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা আনোয়ারসহ কামরাঙ্গীরচরের ওয়ার্ড কাউন্সিলর, ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী, চিকিৎসক, মসজিদের ইমামগণ, স্থানীয় নেতারা, ব্যাংকের ম্যানেজার, মার্কেট সমিতির নেতারা, কামরাঙ্গীরচরের ছোট-বড় কারখানার মালিক ও প্রতিনিধিরা, রসুলপুর বণিক সমিতির নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রমজান   আইনশৃঙ্খলা   কামরাঙ্গীরচর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত