বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
মেঘনা ব্যাংক
অর্থ আত্মসাত : ২ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০:০৮ AM আপডেট: ২৩.০৩.২০২৩ ১০:১২ AM
গ্রাহকের ১ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতে মেঘনা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নরসিংদীর মাধবদী শাখা থেকে ওই টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিদ্ধান্ত নেওয়ার পরপরই অভিযোগটি সংস্থাটির গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী সরদারকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে নরসিংদী মাধবদী শাখার মেঘনা ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তা সিনিয়র অফিসার সাইখ মুত্তাকী ও জুনিয়র অফিসার প্রদীপ চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে গ্রাহকের সঞ্চয়ী হিসাবের ১ কোটি ৩৫ লাখ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ ওঠে। গ্রাহকদের এমন অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। একই সঙ্গে অভিযোগটি বিধি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে অনুসন্ধান কাজ শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থ   আত্মসাত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত