বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বালিয়াকান্দিতে মাঠ দিবস অনুষ্ঠিত
মেহেদী হাসান, রাজবাড়ী (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০:০২ AM
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ‘তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি শির্ষক প্রকল্পের’ আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি দপ্তরের বাস্তবায়নে উপজেলার নবাবপুর  ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেরুলি এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. বাদশা আলমগীরের সভাপতিত্বে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, 
উপ-সহকারী কৃষি অফিসার ফারুক হোসেন সাবেক উপ-কৃষি অফিসার সামসুল হক, কৃষক মো. ওসমান মন্ডল প্রমুখ।

এসময় বক্তরা বলেন, বর্তমান সরকার তেল আমদানি কমাতে ও প্রান্তিক পর্যায়ে তেল জাতীয় ফসল সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে কাজ কারে যাচ্ছে। দেশের উন্নয়নে কৃষির কোন বিকল্প নেই। প্রধানমন্ত্র শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সে নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   মাঠ   দিবস   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত