শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
হাতীবান্ধায় মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সম্মাননা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১২:০০ PM
লালমনিরহাটের হাতীবান্ধা নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্বাধীনতার মাসে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী সম্মাননায় ভূষিত করা হয়েছে।

১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছেন। এবং আপন যোগ্যতা বলে এ এলাকা থেকে প্রতিমন্ত্রী ছিলেন। এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয়েছে। 

বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবধর্না ও দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশনায় পুথি পাঠ এবং দশম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া জামান কুশির ইংরেজিতে বক্তৃতা অনুষ্ঠানটিকে নতুনমাত্রা দিয়েছে। অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি সভাপতি আলহাজ্ব নূরজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ নাজমুল কায়েশ হিরু। এতে আরো বক্তব্য রাখেন শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, অভিভাবকদের পক্ষে রমনীগঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুজ্জামান প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হাতীবান্ধা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত