চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কা মাথা এলাকায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন উপজেলার কালুশাহ নগর এলাকার মোঃ বশর খলিফা বাড়ির মুছার ছেলে ইউছুপ (৩৪) ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আজিজের ছেলে মহিউদ্দিন রাজু (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কা মাথা বিএসআরএম কারখানা সংলগ্ন দুই ব্যবসায়ী দোকানের মালামাল নিয়ে চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে ফকিরহাট এলাকা দিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। তারা ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার এসআই আমির উদ্দিন জানান, নিহত দুইজন ব্যবসায়ী ছিলেন। দোকানের মালামাল নিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আমরা লাশ উদ্ধার করেছি।
প্রতিবেদন তৈরির জন্য নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবু/ এনবি