সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
বালিয়াকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৪:৩৮ PM
রাজবাড়ীর বালিয়াকান্দির এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাধব বাহিনীর চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ মানুষ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার সমাধিনগর স্কুল মাঠে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন ইউনিয়ন ও জঙ্গল ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, মধুখালী উপজেলার ঢুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন, বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল কুমার বসু, সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারদ কুমার বাছাড়, সমাধিনগর বাজার বণিক সমিতির সভাপতি পিযুষ কুমার সরকার প্রমুখ।

বক্তরা বলেন সমাধিনগর বাজারে এধরনের ঘটনা আগে ঘটেনি। সকলকে ঐক্যবদ্ধ ভাবে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দ্রুত সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধব ও তার সহযোগীদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

উল্লেখ্য, গত ১৯ মার্চ বিকেলে চাঁদাদাবি করে না পেয়ে রাজ কুমার সরকার ও সুরান মন্ডলকে গুলি করে সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধবসহ তার লোকজন। উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। 

বাবু/এনএইচ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সন্ত্রাসী   শৃঙ্খলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত