বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সাংবাদিক-সরকারি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি গ্রেপ্তার ৫
গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:১৬ PM আপডেট: ২৪.০৩.২০২৩ ৭:৩৮ PM
মাদারীপুর থেকে বরিশালের গৌরনদী বাকাই বাজারে কয়েকটি মিষ্টির দোকানে সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে কথিত সাংবাদিক। এসময় ব্যবসায়ীরা তাদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) পুলিশ সন্ধ্যায় আল মামুন, আব্বাস হাওলাদার, লিখন মুন্সী, নাসির উদ্দিন তালুকদার ও এমদাদুল হক শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

মামলার বাদী বাকাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নাহিদ হাছান জানান, গত এক বছর পূর্বে উল্লোখিত ব্যক্তিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবসাীয় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ছবি তুলে। ছবি তুলে তাকে ভয়ভীতি দেখিয়ে এক হাজার ২শত টাকা নিয়ে যায়। 

পুনরায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদারীপুর সদর থানার দরগাবাড়ি গ্রামের আলাউদ্দিন মাস্টারের ছেলে আল মামুন (৪২), দুধখালী গ্রামের আঃ হক হাওলাদারের ছেলে মোঃ আব্বাস হাওলাদার (৪৪), নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সীর পুত্র লিখন মুন্সী (২৬), চর মুগুড়িয়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে নাসির উদ্দিন তালুকদার (৪০), ঝিকারহাঠ গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে এমদাদুল শেখ (৪০) তার (নাহিদ) পার্শ্ববর্তী মিলন বাড়ৈ, ও তাকিফ এর দোকানের ছবি তুলে চাঁদা দাবি করে। 

চাঁদা না দিলে এসব ছবি বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্যবসার ক্ষতিসাধন করবে হুমকি দেয়। এ ছাড়া একই বাজারের ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি ও দোকানের কাগজপত্র যাচাইর নামে মোটা অংকের চাঁদা দাবি করে। 

এক পর্যায়ে তাদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। মডেল থানার উপ-পরিদর্শক শাহজাহান বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।  

শুক্রবার (২৪ মার্চ) সকালে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকলের বাড়ি মাদারীপুর সদর থানায়।  

বাবু/এনএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর   মিষ্টি   সাংবাদিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত