শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
টেকনাফে চার দোকানীকে জরিমানা
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:৩০ PM
কক্সবাজার টেকনাফে অসাধু ব‍্যসায়ীদের মনগড়া মূল‍্য বৃদ্ধি ও দ্রব‍্যমুল‍্য সহনীয় পর্যায়ে রাখতে টেকনাফ বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার ২৪ মার্চ বিকেলে টেকনাফ পৌরসভার উপরের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৪ দোকানীকে মুল‍্য তালিকা না থাকা,অধিক মূল‍্য ও মেয়াদ উত্তীর্ণ পণ‍্য মজুদের দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপর এক দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও সহকারি কমিশনার এরফানুল হক চৌধুরী,টেকনাফ মডেল থানা পুলিশের এস আই রাজেশ বড়ুয়া সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন,নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্য মুল‍্য সহনীয় পর্যায়ে রাখতে এবং প্রতিটি পন‍্যের নির্ধারিত মুল‍্যে যাতে ক্রেতা সাধারনের কাছে বিক্রি করা হয় সেজন‍্য আজকের এই অভিযান।

তিনি আরও বলেন,ইতিমধ‍্যে ব‍্যবসায়ীদের সাথে আমাদের বৈঠক হয়েছে,তারা কথা দিয়েছে প্রতিটি দোকানে মুল‍্য তালিকা প্রদর্শন করবে এবং অতিরিক্ত মুনাফা গ্রহন করবেননা।

পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ জিনিস পত্র,বিএসটিআই এর অনুমোধনবিহীন পন‍্য মজুদ,অস্বাস্থ‍্যকর ও অপরিস্কার পরিবেশে পন‍্য মজুদের দায়ে কয়েকটি দোকানে জরিমানা করেছি এবং এ অভিযান অব‍্যাহত থাকবে।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জরিমানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত