বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র মাহমুদ জয় ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোষ্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী।
নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, যুগ্ম সম্পাদক কেএম হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ।
নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজীম ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বাবু/জেএম