শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ট্রাম্প অভিযুক্ত হওয়ার পর শ্যাম্পেন নিয়ে উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৬:৪৪ PM

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস সঙ্গে যৌন সম্পর্ক চাপা দিতে গিয়ে উল্টে ফেঁসে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটন আদালত ঘুষ দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছে। এরপরই শ্যাম্পেনের বোতল খুলে উদযাপন করেছেন ড্যানিয়েলস। সেই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে তার দুঃসাহসী লড়াইয়ে পাশে থাকার জন্য অনুরাগীদের বিশেষ ধন্যবাদও জানিয়েছেন।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় স্টর্মি ড্যানিয়েলস রিখেছেন: সমর্থন এবং ভালবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ! ম্যানহাটন আদালতের নির্দেশের পরেই আমার কাছে অসংখ্য বার্তা এসে পৌঁছেছে। কিন্তু সব বার্তার জবাব দিতে পারছি না। আমি এই মুহূর্তে আমার শ্যাম্পেন সবার মধ্যে ছিটিয়ে দিতে পারছি না। অনেকে অটোগ্রাফ চেয়েছেন। তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

নীল ছবির তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য এক লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ‌ওই অভিযোগেই ম্যানহাটন আদালত রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতাকে অভিযুক্ত করেছে। আগামী মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে মামলার বিচার শুরু হওয়ার কথা। ওই দিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ড্যানিয়েলস বলেছেন, ট্রাম্প ২০০৬ সালে লেক তাহো হোটেলে তার সাথে যৌন মিলন করেছিলেন-এটি ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করার পরের বছরের ঘটনা।

যদিও ট্রাম্প তার বিরুদ্ধে নিউইয়র্কের এই তদন্তকে বিরোধী পক্ষের পরিচালিত রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে আসছেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত