মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কেন্দুয়ায় বোরো ধান বাম্পার ফলনের আশা, বাগড়া দিচ্ছে ইঁদুরের উপদ্রব
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ২:১১ PM

ধানের জেলা নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফসলি মাঠ যেন এখন সবুজের সমারোহ। চোখ যতদূর যায় সবুজ আর সবুজ। মাঠে মাঠে বোরো ধানের শীষ বের হতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনে নিয়ে কৃষক আশাবাদী। তবে এর মধ্যে বাগড়া দিয়েছে ইঁদুরের উপদ্রব। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছে। 

শুক্রবার (৩১ মার্চ) সরেজমিনে দেখা যায়, ইঁদুরের উপদ্রব থেকে ধান রক্ষা করতে জমির মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন কৃষকরা।

উপজেলার সান্দিকোনা ইউনিয়নের কৃষক রেজাউল করিম বলেন, ইঁদুর থেকে রক্ষা পেতে বিষমাখা বিভিন্ন পদ্ধতিতে টোপ, আতপ চালের টোপ, কিংবা ফাঁদ পেতেও প্রতিকার মিলছে না। কাঁচাধান কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। বোরো ধানের আবাদ নিয়ে এখন আমি দিশেহারা।

মোজাফরপুর ইউনিয়নের  কৃষক সোহেল মিয়া বলেন, এবার বোরো মৌসুমে ৩০ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছি। ধানের শীষ বের হচ্ছে। এ অবস্থায় জমিতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেছি। ওষুধ দিয়েও কোনো লাভ হচ্ছে না।

কেন্দুয়া উপজেলার কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবীর বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সম্প্রতি বৃষ্টি হওয়ায় ইঁদুরের উপদ্রব বেড়েছে। কিছুকিছু উঁচু জমিতে ইঁদুরের উপদ্রব বেশি। কৃষকরা শামুকে বিষ মিশিয়ে বা বিষটোপ ব্যবহার করতে পারেন। এছাড়াও ইঁদুর মারার ফাঁদ পাতানো যায়। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ইঁদুর তাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত