শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৪:০০ PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখায় ‘সার্বজনীন কল্যাণে' ইসলামি ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক মনজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।

তিনি বলেন, ইসলামী ব্যাংক আজ ৪০ বছর পার করেছে। এই ব্যাংকটি দেশের ব্যাংকিং জগতের সেরা ব্যাংক। ব্যাংকের সাফল্য সবার শীর্ষে। সম্প্রতি কিছু লোক দেশের অর্থনীতি ধ্বংস করতে ব্যাংকটিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালালেও আবারো ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক। গ্রাহকরা লেনদেন শুরু করেছেন। এক্ষেত্রে গ্রাহকদের ভূমিকা প্রশংসনীয়। তিনি ব্যাংকের ৪০ বছর পূর্ণ হওয়ায় সকল গ্রাহক, কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান।

ব্যাংকের জিবি ইনচার্জ কফিল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড আলিয়া (কামিল) মাদ্রাসার আরবি প্রভাষক ও আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন।

তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষকে সুদের মতো পাপ থেকে বাঁচিয়েছে। ইসলামী ব্যাংকের অনুকরণে এখন দেশের ১০টি ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং প্রায় ৩৪টি ব্যাংকের শাখা ও উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, জুবাইদিয়া মহিলা (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েত উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের কর্মকর্তা আব্দুল হান্নান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরডিএস কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসান গোমস্তা জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম।

ইফতার মাহফিলে বক্তারা বলেন- ইসলামী ব্যাংক আজ সাফল্য ও অগ্রগতির ৪০ বছর অতিক্রম করেছে। এই ব্যাংকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইসলামী ব্যাংক দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক হল সবচেয়ে পারফরম্যান্সকারী ব্যাংক এবং এই ব্যাংকের দক্ষতা ও ব্যবস্থাপনা কৌশল দেশের ব্যাংকিং সেক্টরে শ্রেষ্ঠত্বের জন্য উন্নীত হয়েছে। এই ব্যাংকটি জাতীয় উন্নয়নের একটি গর্বিত অংশীদার।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত