'সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব।
মঙ্গলবার (৪ই এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের জন্মদিন। ২০১৮ সালের এই দিনে কিছু স্বপ্নবাজ তরুণের হাত ধরেই এই সংগঠন সৃষ্টি। সৃষ্টিলগ্ন থেকে এই সংগঠনটির সদস্যবৃন্দ সত্য ও ন্যায়ের সাথে কাজ করে যাচ্ছে।
অর্যুধগে পদার্পণ উপলক্ষে সংগঠনটির বর্তমান সভাপতি সাজ্জাদ বাসার বলেন, প্রিয় সংগঠনটি আজ অর্ধযুগে পদার্পণ করলো। এর পেছনে যেসকল প্রাক্তনদের অবদান আছে তাদের এবং সংগঠনের সকল শুভানুধ্যায়ীদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবে এই সংগঠন সেই প্রত্যাশা।
-বাবু/এ.এস