কলমাকান্দায় বেরিবাঁধ ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। আগাম বন্যার হাত থেকে ফসলি জমি রক্ষায় বরখাপন ইউনিয়নের বেরিবাঁধ ও নাজিরপুর ইউনিয়নের গজারমারী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সরেজমিনে পরিদর্শন করলেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন ও আশ্রয়ণ প্রকল্পের লোকজন নিয়ে বেরিবাঁধ প্রকল্প ও আশ্রয়ণ স্থান পরিদর্শন করেছেন।
পরিদর্শনের পৃর্বে উপজেলা সমাজসেবা অফিসে ২০ জন দরিদ্র অসহায় মাঝে দুই হাজার টাকার চেক বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, ইউএনও আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা (এলজিইডি)’র আশ্রয়ণ প্রকল্পের মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলী, পোগলা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস সহ উপজেলার সকল সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস