শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কেন্দুয়া জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১:৩৮ PM

"স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন,শেখ হাসিনার দর্শন " এই প্রতিপাদ্য আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন উপলক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন।

প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ১ম বার বাংলাদেশে পালন করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই দিবস পালনের মাধ্যমে আগামীতে বাংলাদেশসহ তৃনমুলে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি খেলোয়ারবৃন্দও  অনেক উৎসাহ ও উদ্দীপনা পাবে বলে তিনি জানান। 

এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান,মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির আলম ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক  জিয়াউর রহমান জীবন, সংবাদ প্রতিনিধি মো.হুমায়ুন কবীর, সাংবাদিক মজিবুর রহমানসহ সুধীজন উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত