শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
২ ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২:০২ PM

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত দুইটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংক দুইটি হলো- প্রাইম ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রাইম ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে প্রাইম ব্যাংক পিএলসি রাখবে। আর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রাখবে।

এদিকে, প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদ প্রযোজ্য নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির নিবন্ধিত নাম প্রাইম ব্যাংক পিএলসি করার জন্য সম্মত হয়েছে।

এছাড়া, শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সম্মতিতে ব্যাংকটির নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ রেজোলিউশন গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করা হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্যাংক   পরিবর্তন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত