শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আবারো চেলসির ডাগআউটে দেখা যেতে পারে ল্যাম্পার্ডকে
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২:১০ PM
ইংল্যান্ড ও চেলসির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কোচিং ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি। ২০১৯ সালে চেলসির দায়িত্ব নিয়ে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। তাকে ছাঁটাই করে টমাস টুখেলকে দায়িত্ব দিতেই চ্যাম্পিয়ন্স লিগে জেতে ব্লুজরা। 

এরপর ল্যাম্পার্ড এভারটনের কোচ হন। সেখানেও একই দশা। ভাঙা মৌসুমে গত বছর দায়িত্ব নিয়ে অবনমন এড়ালেও চলতি মৌসুমে এভারটন আবার অবনমনের পথে পা বাড়ানোয় বরখাস্ত করা হয়েছে তাকে। 

ওই ল্যাম্পার্ডকে আবার কোচের দায়িত্ব দিচ্ছে চেলসি! সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক, প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমনই দাবি করেছে। 

অথচ বায়ার্ন মিউনিখ থেকে চাকরি হারানো হুলিয়ান নাগেলসম্যান চেলসির কোচ হচ্ছেন বলে জোর গুঞ্জন ছিল। স্পেন জাতীয় দলের দায়িত্ব হারানো সাবেক বার্সা কোচ লুইস এনরিকেও লন্ডনে এসে সাক্ষাৎকার দিয়েছেন। 

সংবাদমাধ্যম জানিয়েছে, ল্যাম্পার্ডকে দায়িত্ব দিলেও তা স্থায়ী মেয়াদে নয়। তাকে কেবল চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য অর্থাৎ অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হচ্ছে। যাতে করে সময় নিয়ে দলের প্রয়োজন বুঝে ভালো কোচ নিয়োগ দিতে পারে চেলসি বোর্ড।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   চেলসির ডাগআউট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত