দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (৬ এপ্রিল) আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন সূচকের মিশ্রপ্রবণতা থাকলেও অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩২৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬০ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৫৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৬১২ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৩৬ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ১ পয়েন্ট কমে ১০ হাজার ৯৭৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১১৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত আছে ৪০টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ১৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
-বাবু/এ.এস