টাঙ্গাইলের মধুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর (মাদারগঞ্জগামী) বাসে ডাকাতির ঘটনা ৪ ডাকাতকে ফ্রেফতার করেছে ডিবি পুলিশ টাঙ্গাইল উত্তরের একটি চৌকস দল। ডাকাতিকালে লুট হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করেছে পুলিশ।
মধুপুর থানার এক বিজ্ঞপ্তিতে জানা যায়, বাসের যাত্রী আরিফুর রহমান গতকাল মধুপুর থানায় বাদী হয়ে এজাহার দায়ের করলে সেটাকে মধুপুর থানায় মামলা আকারে অন্তভুক্ত করে। যার মামলা নং-১২ এবং পেনাল কোড ধারা নং-৩৯৫/৩৯৭ অন্তভুক্ত করে তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ডিবি পুলিশ টাঙ্গাইল (উত্তর) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান সনাক্ত করে। তাদেরকে গোপালপুর উপজেলার মোনতলা গ্রাম হতে মধুপুর উপজেলার ধলপুর গ্রামের শাহ্ আলমের ছেলে রতন মিয়া (২১)কে গ্রেফতার করে ।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত অপর আসামি রংপুর জেলার পিরগঞ্জ উপজেলার খেরুয়া আলমপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া, মধুপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আন্তজেলা ডাকাত দলের সদস্য আরিফ হোসেন (২৬)কে গাজীপুর জেলার কালিয়কৈর ফ্লাইওভার থেকে এবং ভূয়াপুর উপজেলার ফলদা হিন্দুপাড়ার দুদু মিয়ায় ছেলে সাইফুল ইসলাম (২৫)কে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত রতন মিয়ার নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। উপরোক্ত আসামিদেরকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাবু/জেএম