ঢাকার বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের নিয়ে সাউথ এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশন (সায়া)’র উদ্যোগে গেট টুগেদার ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এতে ভারত ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মঙ্গলবার বিকাল ৫.২০ মিনিটে ঢাকার ক্যাফে মেট্রো রেস্টুরেন্টের কনফারেন্স রুমে গেট টুগেদার ও ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রেসিডেন্ট নাঈম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়া সদস্য কামরুল হাসান। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী এবং বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নাঈম মিয়া বলেন, “বাংলাদেশ একটি বন্ধুত্ব পূর্ণদেশ। আমরা আমাদের সংস্কৃতির সাথে আপনার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেব। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চলাফেরা এবং জীবন নিয়ে কোনো সমস্যা হলে আমাদের জানাতে দ্বিধা করবেন না। আমরা আপনাদের সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরো বলেন, “ আমরা অনেক আনন্দিত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শিক্ষা অর্জনের জন্য আপনারা বাংলাদেশে এসেছেন এবং আজকের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।"
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মিনহাজুল আবেদীন বলেন, “সাউথ এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশন দক্ষিণ এশিয়ার তরুণ-যুবকদের ক্ষমতায়নে কাজ করছে। যাতে এ অঞ্চলের যুবকরা তাদের যোগ্যতা-দক্ষতা দ্বারা পৃথিবীব্যাপী ভূমিকা রাখতে পারেন এবং বিশ্ব মানবতার জন্য কাজ করতে পারেন।"
এছাড়া ও অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তারা তাদের বক্তব্যে বলেন, সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশন আমাদের সাথে অন্যান্য দেশের সাংস্কৃতিক ভাব বিনিময় করার সুযোগ করে দিচ্ছে। সায়ার এ সকল উদ্যোগের কারণে আমরা অন্যান্য দেশের পারিপার্শিক অবস্থা সম্পর্কে সহজেই জানতে পারছি। শিক্ষার্থীরা উক্ত আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
বাবু/জেএম