বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৮:২৯ PM
নড়াইলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, সরকারের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নড়াইলের উন্নয়নের সকলের সার্বিক সহযোগিতা চাই। সাংবাদিকরা সমাজের আয়না। এখানকার সাংবাদিকরা জেলার বিভিন্ন সেক্টরের প্রকৃত সমস্যা তুলে ধরলে সরকারের প্রতিনিধি হিসেবে আমি সেগুলো সমধানের চেষ্টা করবো। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের প্রত্যেকের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার জহির ঠাকুর, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকি, নড়াইল কন্ঠ পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাথী তালুকদার, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জামী, হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী গত সোমবার ৩ এপ্রিল নড়াইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। আর সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   মতবিনিময়   নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত