বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
দোনেৎস্কে ইউক্রেনের হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৮:১২ AM আপডেট: ০৮.০৪.২০২৩ ৮:৫১ AM
ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ভয়াবহ হামলায় কমপক্ষে একজন নিহত এবং বহু আহত হয়েছেন। অঞ্চলটির দায়িত্বে থাকা মস্কোপন্থী প্রশাসন এ তথ্য জানিয়েছে। শুক্রবার দোনেৎস্ক ওবলাস্ট এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর। হামলায় ক্ষকিগ্রস্ত একটি মার্কেটের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দোনেৎস্কের মস্কোপন্থী মেয়র এলেক্সে কুলেমজিনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানায়, দোনেৎস্কের সিটি সেন্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে।

এছাড়াও, ক্রিটয় মার্কেট, শেভচেনকো ভৌলেভার্ড ও পুশকিন ভৌলেভার্ড এলাকায়ও ইউক্রেনীয় বাহিনী ব্যাপক রকেট হামলা চালায় বলে মেয়র এলেক্সে কুলেমজিন জানান। ইউক্রেনের দখল করে নেওয়া ৪টি অঞ্চল গত সেপ্টেম্বারে গণভোটের মাধ্যমে নিজ ভূখণ্ডের সঙ্গে একিভূত করে রাশিয়া। এর মধ্যে সবচেয়ে বড় অঞ্চলটি হচ্ছে দোনেৎস্ক।

দোনেৎস্ক ছাড়াও লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া দখল করে নিয়েছে রাশিয়া। সেখানে এখন মস্কোপন্থী প্রশাসক নিয়োগ দিয়েছে রাশিয়া। জাতিসংঘের হিসেব মতে, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৮ হাজার ৪০১ জন বেসামরিক লোক নিহত এবং ১৪ হাজার ২৩ জন আহত হয়েছে।


বাবু/এ আর       

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দোনেৎস্ক   ইউক্রেন   রাশিয়া   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত