নেত্রকোনার পূর্বধলায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পূর্বধলা বাজারস্থ বিএনপি সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর ব্যক্তিগত অফিসে (হুদা মার্কেট) দেশ বিরোধী ষড়ষন্ত্র। এবং নাশকতা সৃষ্টি করে সরকার পতনের উদ্দেশ্যে আত্মঘাতি কাজের মাধ্যমে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস করার লক্ষ্যে, গোপন মিটিং করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে।
এসময় বিস্ফোরক দ্রব্য ৬টি ককটেল এবং লোহার পাইপ, লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র সস্ত্র উদ্ধার করা হয়। আজ শনিবার ১০দফা দাবীতে সারাদেশে তাদের ২ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচীর কথা ছিল। এই ব্যাপারে পূর্বধলা থানার মামলা নং-১০, তারিখ-০৮/০৪/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ রুজু করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপি আহবায়ক মো. বাবুল তালুকদার (৫২), যুব দলের আহবায়ক এনামুল হক হলুদ (৫২), যুগ্ন আহবায়ক আবুল হাসনাত (৫৩), মো. রফিকুল ইসলাম (৩৫), শাকিল হায়াত খান বাদশা (৪৪), ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুলাইমান কবির পাপ্পু (২৫), স্বেচ্ছাসেবক নেতা মো. জহিরুল ইসলাম (৩৪) উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি আ. গফুর (৬৫), হাজী মো. আ. আজিজ সেলিম (২৮), জেলা বিএনপি সদস্য মো. আ. রহিম (৬০), উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার (৬৬), এনায়েত হোসেন (২৩) সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬টি ককটেল এবং লোহার পাইপ, লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
বাবু/জেএম