নীলফামারীতে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম’র সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সৈয়দপুর -কিশোরগঞ্জ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল নীলফামারী-জলঢাকা) মো. মোস্তফা মঞ্জুর (পিপিএম সেবা), ডিআইও ওয়ান মো. আব্দুর রাজ্জাক, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি উওম কুমার রায় বাদল ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা বাবু অক্ষয় কুমার রায়, নীলফামারী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হর্ষ বর্ধন রায়সহ নীলফামারী, সৈয়দপুর, জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার ও ডিমলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, নীলফামারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবেই ভাল। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
বাবু/জেএম