মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দুর্গাপুরে ধানে ব্লাস্টের সংক্রমণ, আতঙ্কিত কৃষক
শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৫:৫৫ PM
নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভাসহ ৭টি ইউনিয়নে রোপনকৃত ১৭ হাজার ২শ ৮০ হেক্টর জমিতে রোপনকৃত বোরো ধানে ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে কৃষকরা। জমির ধান কেটে ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে নানা দুশ্চিন্তায় আছেন তারা। ধান গাছের পাতায় ডিম্বাকৃতির দাগ পড়ে পাতা, কান্ড ও শীষ ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এই রোগে আক্রান্ত হওয়ার ফলে ধান গাছের গোড়া পচে শীষ ভেঙে পড়ে এবং ধান গুলোতে চিটা দেখা দিয়েছে। 

এ নিয়ে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বিস্তীর্ণ জমির ধান গাছের ৫০% থোড় (শীষ) বেরিয়ে যাওয়ার ফলে অধিকাংশ শীষে নেকব্লাস্ট রোগে ধানখেত নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে। শীষের নিচের অংশে কালো হয়ে পচে গেছে। সেই সাথে উপরের শীষ শুকিয়ে নীচের শীষ গুলো চিটায় রুপ নিচ্ছে। দুর্গাপুর পৌরসভাসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন জমি গুলোতে দূর থেকে দেখে মনে হচ্ছে ধান পেকে গেছে। কাছে গিয়ে ধানের শীষ হাতে নিয়ে দেখা যায়, ধানের ছড়া গুলোর মাঝে রয়েছে চিটা।

দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভুক্তভোগী কৃষক হানিফ মিয়া, গাঁওকান্দিয়া ইউনিয়নের হযরত বেপারী, কুল্লাগড়া ইউনিয়নের প্রাঞ্জল মারাক বলেন, খাদ্যের বড় একটি অংশ আসে বোরো ধান থেকে। গেলো দু‘বছর আমাদের ২টি বোরো ফসল নষ্ট হয়ে গেছে। বড় আশা নিয়া এবারও ২৮ব্রি ধান আবাদ করেছি। এবারও যদি ফসল জমির বোরো ফসল নষ্ট হয়ে যায়, তাহলে অত্র উপজেলায় খাদ্য সংকট দেখা দিতে পারে। 

এ বিষয় নিয়ে, কীটনাশক ব্যবসায়ী রায় স্টোরের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র রায় বলেন, নেকব্লাস্ট রোগের জন্য কৃষি অফিস থেকে সেতু পেস্টিসাইড লিমিটেডের পাইরাপ্লোরোস্টোবিন ১০% (সিএফ ফরমোলেশন) ‘সেলটিমা’ নামক ঔষধ ব্যবহার করার পরমর্শ দেয়া হচ্ছে। ঔষধ ব্যবহারের মাধ্যমে নেকব্লাস্ট নির্মল করতে না পারলে খাদ্য সংকট দেখা দিতে পারে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ধান খেতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহারের ফলে এই রোগ দেখা দেয়। ব্লাস্ট রোগ নিয়ন্ত্রনে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এ বিষয়ে লিফলেট বিতরণ সহ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সেই সাথে ‘সেলটিমা’ নামক ঔষধ ব্যবহার করার পরামর্শও দিচ্ছি কৃষকদের। যতটুকু জমিতে ছত্রাক আক্রান্ত হয়েছে এতে ভয়ের কিছু নাই।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   ব্লাস্ট   সংক্রমণ   ধান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত