বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে : রুমিন ফারহানা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:২৫ PM
আমরা বলি আওয়ামী লীগ সরকার আছে একদিকে পুরো বাংলাদেশ আছে আরেক দিকে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (৮ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত ছয় মাসের কর্মসূচিতে আপনারদের পুলিশ বাহিনী আমাদের ১৭ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। ইনশাআল্লাহ আমরা যখন জনগণের ভোটে ক্ষমতায় যাব, প্রত্যকটার ঘটনার বিচার করা হবে।

তিনি বলেন, গত কয়েক মাসে অসংখ্য কর্মী নেতা গ্রেফতার করেছেন, আপনাদের এতোটাই ভয় বিএনপি মহাসচিবকে গ্রেফতার করতে হয়েছে রাত তিনটার সময় দিনের আলোতে গ্রেফতার করতে সম্ভব দেখাইতে পারেন নাই। গত পনের বছর যত নির্যাতন অত্যাচার চালিয়েছেন আপনারা। আপনারা মনে করেন ক্ষমতা চিরস্থায়ী। ৭২ থেকে ৭৫ ছিলেন না পরে ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরছে কেউ আপনাদের ভোট দেন নাই। মানুষের কাছে মাফ চেয়ে একটা বার সুযোগ দেন গত পনের বছর যা করেছেন ইনশাআল্লাহ আগামী ১০০ বছরে কেউ আপনাদের ভোট দেবে না।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রুমিন   ফারহানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত