রাজবাড়ীর পাংশায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা ও পৌর বিএনপি। পরে অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারা।
এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দেন, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। এছাড়া আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, কালুখালি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান, পাংশা উপজেলা বিএনপি নেতা বিধান কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা উপজেলা যুদদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ফরিদ সরদার, আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন,বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বাবু/জেএম