ইয়েমেনে যুদ্ধের অবসানে আলোচনা করতে আগামী সপ্তাহে সানা যাচ্ছে সৌদি আরব ও ওমানের প্রতিনিধি দল। ইরানঘনিষ্ঠ হুতি সরকারের কর্মকর্তাদের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতেই সেখানে যাচ্ছেন তারা।
এর মধ্য দিয়ে আট বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধের অবসান হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি।
রয়টার্সের খবরে বলা হয়, গত মাসে সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা নিয়ে চুক্তি হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বৈরিতা কমে আসছে। আর এই উদ্যোগ তারই ইঙ্গিত। বছরের পর বছর বৈরী সম্পর্ক চালিয়ে যাওয়া এবং ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে পরস্পরবিরোধী পক্ষগুলোকে এই দেশ দুটি সমর্থন দিয়ে আসছিল।
ওমানের মধ্যস্থতায় সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংলাপের অগ্রগতিরই ইঙ্গিত দিচ্ছে সৌদি কর্মকর্তাদের সানা সফর। এ ছাড়া ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের মধ্যস্থতায়ও আলোচনা অব্যাহত রয়েছে।
গেল কয়েক বছর ধরেই ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে বিরোধ কমিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ওমান। আরও বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে ইরান ও সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব কমাতে কাজ করছে তারা।
রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ইয়েমেনে স্থায়ী যুদ্ধবিরতি মাইলফলক হয়েই থাকবে। আর যদি চুক্তি হয় তাহলে তা ঈদুল ফিতরের আগেই ঘোষণা করা হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সৌদি ও ইয়েমেন সরকার।
২০১৪ সালে সরকারকে উৎখাত করে সানা দখলে নেয় হুতি বিদ্রোহীরা। পরে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করলে ২০১৫ সাল থেকে তাদের বিরুদ্ধে লড়াই করে আসছে হুতিরা। এ লড়াই এরই মধ্যে লাখো মানুষের প্রাণহানি হয়েছে। এ ছাড়া দেশটির ৮০ শতাংশ মানুষ জীবনধারণের জন্য বিদেশি সহায়তার ওপর নির্ভশীল হয়ে পড়েছেন।
বাবু/মম