বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের আইনমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১:০২ AM
ভারতের জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার পথে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। আজ শনিবার জম্মু ও কাশ্মীরের রামবন এলাকায় মন্ত্রীর গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ বলছে, সড়কপথে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন আইনমন্ত্রী রিজিজু। পথিমধ্যে রামবন এলাকায় পৌঁছালে মালবোঝাই একটি ট্রাক তার গাড়িতে ধাক্কা দিলে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। অন্য গাড়িতে করে মন্ত্রীকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

এ ঘটনার ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনমন্ত্রীর গাড়ির দিকে ছুটে যান এবং তাকে গাড়ি থেকে অক্ষত অবস্থায় বের করে আনেন।

এর আগে একটি আইনি সেবা ক্যাম্পে যোগ দিতে জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার কথা জানিয়েছিলেন আইনমন্ত্রী রিজিজু।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত