মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ফ্রান্সে ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:২৪ AM
ফ্রান্সের মার্সেই শহরে দুইটি ভবন ধসে পড়েছে। আটজন মানুষ উদ্ধারকারীদের ডাকে কোনো সাড়া দিচ্ছে না। ভবনের ধ্বংসস্তূপের নিচে তারা চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ধসে পড়া ভবন দুটিতে আগুন জ্বলতে থাকায় উদ্ধারকারীরা এটির কাছে যেতে দেরি করে। শতাধিক ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে প্রাণান্ত চেষ্টা করে। ভবন ধসের ১৭ ঘণ্টা পরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন শহরের প্রসিকিউটর ডমিনিক লরেন্স।

সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বলেন, ভবন ধসের পর আগুন ধরে যায়। এটা উদ্ধার তৎপরতায় বিঘ্ন সৃষ্টি করে এবং যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রসিকিউটর লরেন্স বলেন, নবম ব্যক্তি নিখোঁজ কিনা পুলিশ নিশ্চিত করতে পারেনি। ওই ব্যক্তি ধসে পড়া ভবনের পাশেই বসবাস করতো।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার ঠিক আগে ভবন ধসে পড়ে। এতে পাঁচজন আহত হয়। এখন পর্যন্ত ভবন ধসের কারণ জানা যায়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রসিকিউটর জেনারেল।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফ্রান্স  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত