মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা করেছেন নবগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। আজ সোমবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা সভাকক্ষ এ মতবিনিবয় সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু'র সভাপতিত্বে মতবিনিবয় সভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার চেয়ারম্যান এমএ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা মকবুল হোসেনসহ ইউপি চেয়ারম্যান, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম