নড়াইলে নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আজ সোমবার নড়াইলের সদর উপজেলার চৌরাস্তামোড়, পুরাতন বাস টার্মিনাল, ভাওয়াখালি ও রুপগঞ্জ বাজারে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স শরীফ এন্টারপ্রাইজকে ৫০০ টাকা, মেসার্স বিগ বাজার সুপার শপকে ৫ হাজার টাকা, মেসার্স হাজী সুইটস এন্ড ফাস্ট ফুডকে ২ হাজার টাকা, মেসার্স ইলিয়াস স্টোরকে ৫০০ টাকা, মেসার্স পদ্মা বেকারিকে ২ হাজার ৫০০ টাকা, মেসার্স কুন্ড স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।
বাবু/জেএম