টাঙ্গাইলের ভূঞাপুরে রাকিব হোসেন (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের তোফাজ্জল হোসের টোকা মেম্বারের ছেলে এবং নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পরিবার ও রাকিবের ভগ্নিপতি আসলাম জানান, বিকেলে রাকিবের বন্ধুদের সাথে ক্রিকেট খেলা শেষে বাড়িতে এসে ইফতার করে বন্ধুদের সাথে দেখা করতে বেড়িয়ে যায়। রাত দশটার দিকে বাড়ি ফিরে আসে। পরে রাত এক'টার দিকে তার বন্ধুদেরকে ফোন করে বলে তোরা আমাকে আর পাবি না। বন্ধুরা আত্মহত্যার আশংঙ্কা টের পেয়ে রাকিবের বাড়িতে গিয়ে তার ভাবিকে জানালে দ্রুত দরজার কাছে গিয়ে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পেয়ে বন্ধুরা দরজা ভেঙ্গে ফেলে। ঘরে প্রবেশ করে দেখে রাকিব ধরণার সাথে ঝুলে আছে। পরে ধরণা থেকে রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
রাকিবের বন্ধু আতিক, জুয়েল, হিরা ও রানা জানান, রবিবার (৯ এপ্রিল) বিকেলে আমরা নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে একসাথে ক্রিকেট খেলি। খেলা শেষে ইফতারের আগে সবাই বাড়ি ফিরে যাই।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গোপালপুর থানার পুলিশ গিয়ে লাশ নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে লাশ আত্নীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
-বাবু/এ.এস