চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় অবৈধ পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজিকে (৩৪) নির্মম ভাবে পিটিয়ে জখম করে দোতলা থেকে নীচে ফেলে দেয়ার ঘটনার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ (১০ এপ্রিল) সকালে ঢাকা মহানগরীর কমলাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতরা হলেন, দোহাজারীর আব্দুল মোনাফের মোঃ আলাউদ্দিন (৩৫), পূর্ব দোহাজারীর আবদুল ছবুরের ছেলে মোঃ ফারুক (২৬)।
র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়ির সহকারী পরিচালক (মিডিয়া) মাঃ নূরুল আবছার বাংলাদেশ বুলেটিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাংবাদিকের ওপর হামলার সাথে জড়িত প্রধান দুই আসামী আলাউদ্দিন এবং ফারুক গ্রেফতার এড়াতে ঢাকা মহানগরীর কমলাপুর এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে আছে। সেই তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৭, চট্টগ্রামের একটি দল আজ (১০ এপ্রিল) সকালে রাজধানীতে অভিযান পরিচালনা করে আসামী দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাংবাদিকের ওপর হামলার সাথে জড়িত ছিল বলে অকপটে স্বীকার করে।
উল্লেখ্য, অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ এপ্রিল বিকালে সাংবাদিক আইয়ুব মিয়াজীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। পাহাড় কাটার বিষয়ে আইয়ুব মিয়াজী ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলেন। ভিকটিমের ভাষ্যমতে এসব সংবাদ প্রকাশ হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ও মোহাম্মদ ফারুক তাঁকে হুমকি দেন। পরবর্তীতে দোহাজারীর স্টেশন রোডের আরকে প্লাাজায় অবস্থিত তার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আলাউদ্দিন, ফারুকসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন। হামলাকারীরা এসে অতর্কিতভাবে আইয়ুব মিয়াজী'কে লাঠিসোঠা, ধারালো দা, হকস্টিক দিয়ে মারধর করা শুরু করেন। একপর্যায়ে তাঁকে দোতলা থেকে ফেলে দিয়ে গুরুতর আহত করে। আইয়ুব মিয়াজী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
-বাবু/এ.এস