রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
ঠাকুরগাঁওয়ে মাঠে সরব মনোনয়ন প্রত্যাশীরা
মঈনুদ্দীন তালুকদার হিমেল, ঠাকুরগাঁও
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:৩৫ PM

মনোনয়নপ্রত্যাশীদের পদচারণে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। জেলায় জোরালো হতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নিজেকে যোগ্য প্রমানের চেষ্টায় কেন্দ্রে ছুটছেন নেতারা। এ জলায় সংসদীয় আসন তিনটি। এর দুটি আওয়ামী লীগ ও একটি জাতীয় পার্টির দখলে।

এদিকে পাড়া-মহল্লা আর অলি-গলির চায়ের দোকানে এখন আলোচনার অন্যতম অনুষঙ্গ নির্বাচন। বিভিন্ন আলোচনায় উন্নয়নের খেরো খাতা খুলে বসছেন ভোটাররা। এরই মধ্যে নিজেদের পছন্দের প্রার্থী নিয়ে সেরে নিচ্ছেন চুলচেরা বিশ্লেষণ। তাদের একমাত্র চাওয়া এলাকার সার্বিক উন্নয়ন।

ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) : এ আসন রমেশ চন্দ্র সেনের বললে খুব একটা ভুল বলা হবে না। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা টানা তিনবার ঠাকুরগাঁও-১ আসনের এমপি হয়েছেন। এর মধ্যে ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হারান। আগেও একবার হয়েছেন এমপি। এ আসনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কখনো লড়াই করেছেন আওয়ামী লীগের খাদেমুল ইসলামের সঙ্গে, কখনো রমেশ চন্দ্র সেনের সঙ্গে। দুবার জিতেছেন, হেরেছেন একাধিকবার। ঠাকুরগাঁও-১ আসন যেন প্রবীণ এ নেতার উত্থান-পতনের চক্রে ঘোরার গল্প। আগামী নির্বাচনে তিনি আবারও দলের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এছাড়া এ আসনে দলীয় মনোনয়ন চাইতে পারেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণাংশু দত্ত টিটো ও জেলা আওয়ামী লীগের শাহেদুল ইসলাম সাহেদ। এদিকে বিএনপির নেতারা বলছেন, এ আসনে বিএনপির একক প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি থেকে এ আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এ আসনে। তবে আসনে ঘটতে পারে চমক, সেটি হতে পারেন প্রয়াত এমপি খাদেমুল ইসলামের ছেলে সাহেদুল ইসলাম সাহেদ। তাঁর বাবা টানা তিনবার এ আসনের এমপি হয়েছিলেন। সে সুবাদে এলাকায় বেশ পরিচিতি আছে সাহেদের।

এছাড়া এ আসনে মনোনয়নপ্রত্যাশী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) জেলা সভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলার সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির নেতা ইমরান হোসেন দলীয় মনোনয়ন চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর-রানীশংকাইলের আংশিক) : শেখ হাসিনার অধীনে আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণের পর থেকে বর্তমানে এ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম। আবারও তিনি মনোনয়ন চাইবেন। অনেকে মনে করছেন, এমপি পুত্র ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনও মনোনয়ন দৌড়ে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান প্রবীর কুমার রায়। এই আসনটি দীর্ঘদিন ধরেই দবিরুল ইসলাম নির্বাচিত হয়ে আসছেন। সব নির্বাচনেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে। কিন্তু কখনো নির্বাচিত হতে পারেনি জামায়াত। তবে এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা প্রয়াত মির্জা রুহুল আমিন (চোখা মিয়া) এক সময় সংসদ সদস্য ছিলেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা মির্জা ফখরুল এ আসনে নির্বাচন করতে পারেন। তবে এ ব্যাপারে মির্জা ফখরুল কিছু বলেননি। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা দলীয় মনোনয়ন চাচ্ছেন। জেলা জামায়াতের আমির মৌলানা আবদুল হাকিম নির্বাচন করতে পারেন।

ঠাকুরগাঁও-৩  পীরগঞ্জ, রানীশংকাইলের পৌরসভা ও ছয় ইউনিয়ন) : বর্তমানে এই আসনে সংসদ সদস্য জাতীয় পার্টির হাফিজ উদ্দিন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে পরাজিত করেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মদ। তখন থেকেই আসনটি হাতছাড়া হয় নৌকা প্রতীকের। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান ইমদাদুল হক, জাতীয় পার্টি থেকে হাফিজ উদ্দীন আহম্মদ এবং ওয়ার্কার্স পার্টি থেকে শহীদুল্লাহ শহীদ। কিন্তু আসনটি মহাজোটের রাজনীতিতে শরিক দল ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে ছেড়ে দেওয়ায় কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আওয়ামী লীগ প্রার্থী। পরে নির্বাচনে বিএনপিকে পরাজিত করে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন। তিনি আগামী নির্বাচনেও দলীয় প্রার্থী হবেন।

নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে চলছে নানা হিসাব-নিকাশ। এ আসনে দলীয় মনোনয়ন চান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমদাদুল হক, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। মাঠে বসে নেই ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলীও। বিএনপি এ আসনে কখনই জয়ী হতে পারেনি। তবু আশা ছাড়ছে না দলটি। এখন পর্যন্ত বিএনপির সম্ভাব্য প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে মাঠে তৎপর থাকতে দেখা যাচ্ছে। দলীয় কর্মীদের নিয়ে চায়ের দোকানে আড্ডা থেকে শুরু করে এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে তাকে। তিনি পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মনোনয়ন   প্রত্যাশী   ঠাকুরগাঁও  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত