রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
পাচার হওয়ার সময় ওএমএস'র চাল জনতার হাতে আটক
মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:৪৭ PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারের (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন অটোচালক। এসময় ১০০ কেজি চাল আটক করা হয়েছে।

আজ সোমবার (১০এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ভূইয়া পাড়া রাস্তার মুখে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধ চাল বহনকারী অটোচালককে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করে স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শী আনিস মোল্লা জানান, ওএমএসের ডিলার মোঃ হায়দার আলী গোডাউন থেকে দুই বস্তা চাল অটোরিক্সা করে মাটিরাঙ্গা বাজারের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমি ও স্থানীয় জনতা ঐ অটোরিক্সাকে পিছন থেকে ধাওয়া করে হাসপাতাল মোড় নামক এলাকায় ডিলার হায়দার আলী ও অটোচালককে আটক করে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি।

স্থানিয়রা জানিয়েছে, সোমবার দুপুরের দিকে  অটোবাইকে করে চাল নেয়ার সময় সন্দেহ হলে এলাকাবাসী অটো রিক্সা আটক করে উপজেলা প্রশাসনকে জানায়। কিছুক্ষণ পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডিলারের গোডাউন সিলগালা করেন। কিন্তু আটককৃত চাল তাদের না বলে চলে যান।

অটোচালক জানায়, আমি মুসলিম পাড়ার দিকে যাচ্ছিলাম তখন হায়দার আলী আমাকে সংকেত দিলে আমি গোডাউনের সামনে যাই, তখন হায়দার আলী দুই বস্তা চাল অটোরিক্সায় তুলে সে নিজেও আমার অটোরিক্সা করে বাজারের দিকে যাইতে বললে আমি বাজারের দিকে যাওয়ার পথে হাসপাতাল মোড়ে কিছু লোকজন আমাকে আটক করে। তখন হায়দার আলী দোড়ে পালিয়ে যায়।
 
এ বিষয়ে হায়দার আলীর সাথে যোগাযোগ করার একাধিক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শক্রমে গোডাউন সিলগালা করা হয়েছে। বাদী আনিস লিখিতভাবে অভিযোগ করলে তদন্ত কমিটির মাধ্যমে সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন বলেন, ঘটনার বিষয়টি ইতিমধ্যে আমি অবগত হয়েছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি এবং গোডাউন সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিলার দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং তাঁর ডিলারশীপ বাতিল করা হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত