টানা দুই ম্যাচে নিজেদের মাঠে হতাশার রাত পার করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, সেটি তারা কাজে লাগাতে পারেনি। তবে এবার আর আগের ম্যাচের মতো পরাজিত হতে হয়নি তাদের। মুহুমুর্হু আক্রমণের পরও কাতালান ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হয়েছে। মূলত তাদের ঠেকিয়ে দিয়েছে জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা।
সোমবার (১০ এপ্রিল) রাতে লা লিগার ম্যাচে জিরোনাকে ক্যাম্প ন্যুতে আতিথ্য দেয় জাভি হার্নান্দেজের দল। চার বছর পর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে রিয়ালের চেয়ে যোজন দূরত্ব নিয়ে তারা আগাচ্ছিল। সেই ধারাবাহিকতায় তারা পয়েন্ট বাড়াতে পারত জিরোনার বিপক্ষে। কিন্তু ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচের শুরুর কয়েকটি মিনিট তুমুল দৌড় প্রতিযোগিতার পসরা বসে। মূলত দুই দলই পরপর আক্রমণ শাণাচ্ছিল। বল এই বার্সেলোনার গোলমুখে তো এই জিরোনার গোলমুখে। শুরুর দুই মিনিটেই সফরকারীরা বার্সার দুর্গে পরপর হানা দেয়। এর একটু পরই অল্প সময়ের ব্যবধানে দু’বার সুযোগ আসে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সামনে। গাভির ক্রস থেকে প্রথম সুযোগ মিসের পর, দ্বিতীয় বার তিনি বল গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন।
বাবু/এ আর